সল্টলেকে এনফোর্সমেন্ট দপ্তরে কেন যাদুকর পিসি সরকার !
পরিমল কর্মকার (কলকাতা) : আচমকাই শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হতে দেখা গেল বিশ্বখ্যাত যাদুকর পিসি সরকারকে (জুনিয়র)। তবে কি জন্য তিনি ED দপ্তরে এসেছেন তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি বলেছিলেন, যতদিন না তৃণমুল সরকারের পতন হচ্ছে, ততদিন তিনি জাদু দেখাবেন না।
তাই অনেকেই অনুমান করছেন, তড়িৎ গতিতে তদন্তের কাজ চালিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করার বার্তা দিতেই কি তিনি ED দপ্তরে এসেছেন ! নাকি তার কাছে দুর্নীতি সম্পর্কীয় কোনো তথ্য রয়েছে… এনিয়েও সন্দিহান অনেকে। আর সেটাই কি এদিন জমা করতে এসেছিলেন তিনি !
আবার কেউ কেউ ভাবছেন, তদন্তের স্বার্থে ED হয়তো তাকে দেখা করার জন্য নোটিশ পাঠিয়েছিল। সবটাই এখন অস্পষ্ট। তবে সময় বলবে — কেন পিসি সরকার ED দপ্তরে… ! বিশেষ সূত্রে অবশ্য জানা গিয়েছে, একটি চিটফান্ড মামলায় তাকে ED দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।