বেহালায় অনন্য প্রতিভাকে সম্মান জানালেন কাউন্সিলর
পরিমল কর্মকার (কলকাতা) : ১৩ জানুয়ারি বেহালায় শরৎ সদনে ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলীর উদ্যোগে ও “সৃজনে ১০০ একুশ”-এর আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে নাচ, গান, শ্রুতি নাটকের পাশাপাশি বিশিষ্ঠ গুণী মানুষদের সম্মান জানানো হয়।
এই অনুষ্ঠানেই লেখক পিন্টু পোহানকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। “সৃজনে ১০০ একুশ”-এর পক্ষ থেকে সম্বর্ধনা দেন রূপক গাঙ্গুলী। এক সাক্ষাৎকারে রূপকবাবু পিন্টু পোহানের যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার আশ্বাসও দেন।
উল্লেখ্য, বেহালা চৌরাস্তার কাছে মদনমোহন তলায় ছোট্ট একটা পান-বিড়ির ব্যবসা চালিয়ে যার জীবন সংগ্রাম, যিনি ফুটপাথের ওই পানের গুমটিতে বসে ইতিমধ্যেই লিখে ফেলেছেন ১১ টি উপন্যাস, ২০০ টি গল্প এছাড়া ২০০ টির মতো কবিতা। যারমধ্যে অধিকাংশই প্রকাশিত হয়েছে বই আকারে অথবা পত্র পত্রিকায়। তিনি আর কেউ নন, তিনি পিন্টু পোহান। করেছেন মাস্টার ডিগ্রীও।
দরিদ্র পরিবারের এই অনন্য প্রতিভাকে এদিন সম্মান জানালেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলী। আর এদিনের এই সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী রইলেন প্রেক্ষাগৃহের দর্শকমন্ডলী।