মকর সংক্রান্তিতে জনস্রোত সাগর মেলায়
পরিমল কর্মকার ও জয় গুহ (সাগর) : মকর সংক্রান্তির দিন বেলা বাড়তেই জনস্রোত আছড়ে পড়েছিল সাগরে। রবিবার রাত থেকে সোমবার দু’দিনই চললো এই পূণ্যস্নান। এরাজ্য এবং অন্যান্য রাজ্যগুলি থেকেও পুণ্যার্থীরা এসেছেন কাতারে কাতারে। এমনকি ভারতের বাইরে থেকেও বহু পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগর মেলায়।
জানা গিয়েছে, প্রায় ৩০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে এই মেলায়। সাগর মেলাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৈরী ছিল প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে মেলায় সমস্ত রকম পরিষেবা চালু রাখা হয়েছিল।
রবিবার বিকেল থেকেই বাড়ছিল ভীড়। চোখে পড়ার মতো ভীড় ছিল অস্থায়ী শেডগুলোতে। উত্তুরে হাওয়া আর প্রচণ্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল “কপিল মুনি কি জয়… গঙ্গা মাইয়া কি জয়।”
পূণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ নিয়ে অন্যান্য বছরের মতো এবছরেও ছিল নানা মত। তবে এবারে ১৪ জানুয়ারি রাত থেকে ১৫ জানুয়ারি রাত পর্যন্ত দু’দিন ধরে চললো স্নান পর্ব। সুষ্ঠু ভাবে এই মেলাকে সম্পন্ন করতে তৈরি ছিল রাজ্য প্রশাসনের আঁটোসাটো নিরাপত্তা বলয়।