কেশব নস্কর স্মৃতি গঙ্গার মিলন মেলা শুভ উদ্বোধন ও অসহায় মানুষের হাতে শীতের কম্বল বিতরন

Spread the love

প্রাক্তন সভাপতি উপস্থিতে কেশব নস্কর স্মৃতি গঙ্গার মিলন মেলা শুভ উদ্বোধন ও অসহায় মানুষের হাতে শীতের কম্বল বিতরন

মোমিন আলি লস্কর জয়নগর
জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে ঢোসা অঞ্চলের হাতচারা অভয়নগর গ্ৰামে কেশব নস্কর স্মৃতি গঙ্গা ও মিলন মেলার শুভ উদ্বোধন করলেন জয়নগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তপন কুমার মন্ডল ।১৯৮৭ সালে কেশব নস্কর এবং ধর্মদাস নস্কর উভয় পক্ষের প্রচেষ্টায় এবং ব্রাহ্মণ জ্ঞানেন্দ্র নাথ চক্রবর্তী,ও প্রশান্ত চক্রবর্তীর পূজা অর্চনার মধ্য দিয়ে ১৯৮৭সালে জানুয়ারী মাসে এই মহাশ্মশানের শুভ উদ্বোধন হয়।সেই দিন থেকে কেশব নস্কর স্মৃতি গঙ্গা নামে মহাশ্মশানের নামে প্রসারিত হয়ে এসেছে।আজ ১লা মাঘ প্রতিবছর নেয় এবছর ৩৭ বর্ষ কেশব নস্কর স্মৃতি উদ্দগ্যে মিলন মেলা ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন।প্রথমে ধর্মদাস নস্কর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এক মিনিটের নিরাপত্তা মাধ্যমে, তার আত্মার শান্তি পাওয়ার জন্য । প্রাক্তন সভাপতি তপন কুমার মন্ডল এই মহাশ্মশানের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে বলেন, মানুষের সবচেয়ে শান্তির স্থান হল শ্মশান। আমি আমার দপ্তর থেকে এই শশ্মানের জন্য একটি স্টিল লাইটের ব্যবস্থা করে দিয়েছে। যা কিছুদিনের মধ্যে কাজ টি হয়ে যাবে ।আরো বলেন আমি চেষ্টা করছি শ্মশানের আরো জরুরী কাজের যেগুলো প্রয়োজন যেমন শ্মশানের চারিদিকে প্রাচীরের ব্যবস্থা। বিশিষ্ট সমাজ সেবিক সুদর্শন নস্কর, এবং সমাজ সেবিকা শমিতা নস্কর (চ্যাটাজী) প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করেন। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য তপন কুমার মন্ডল এবং সমাজসেবী সুদর্শন নস্কর হাত থেকে শীতে কম্বল তুলে দেওয়া হয় ১০০ দুস্থ অসহায় মানুষের হাতে।


উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এবং জয়নগর এক নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মন্ডল , কেশব নস্করের পুত্র সমাজ সেবিক সুদর্শন নস্কর, সমাজ সেবিকা শমিতা নস্কর, হাতচাড়া অভয়নগর গ্রামের সদস্য, ধর্মদাস পুত্র সুব্রত নস্কর,সহ একাধিক বিশিষ্ট গুরুজনের উপস্থিতে অনুষ্টানের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.