জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ
মোমিন আলি লস্কর জয়নগর
– বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৪ প্রকল্প বাস্তবায়ন করেছেন তার মধ্যে মা-বোনদের ট্রেনিং মাধ্যমে, তাদের কে স্বনির্ভর করতে এগিয়ে আসছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উল্লেখযোগ্য প্রকল্প হল বিনামূল্যে হাঁস-মুরগি পালন।আজ জয়নগর দুই নম্বর ব্লকের উদ্দগ্যে দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, সহ-সভাপতি আনাম আলী খান,ও বিডিও, খাদ্য কর্মদক্ষ ওয়াহিদ মোল্লা সহ একাধিক বিশিষ্ট সমাজসেবিক উপস্থিতে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় জয়নগর দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে আজ মুরগির বাচ্চা, অসহায় গরিব মানুষের হাতে এবং স্বনির্ভর গ্রুপ মহিলাদের হাতে মুরগির বাচ্চা তুলে দেয়া হল।
উপস্থিত ছিলেন জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল সহ-সভাপতি আনাম আলী খান এবং মৎস্য কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা ও শিক্ষা কর্মদক্ষ কন কান্তি হালদার জয়েন, বিডিও সাহেব,BLDO. সাহেব ও অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন,