হিন্দুমহাসভার সীতারাম মন্দিরের থিম সঙ্গীতের প্রথম ডিভিডি তুলে দেওয়া হলো উস্তাদ রশিদ খানের পরিবারের হাতে

Spread the love

হিন্দুমহাসভার সীতারাম মন্দিরের থিম সঙ্গীতের প্রথম ডিভিডি তুলে দেওয়া হলো উস্তাদ রশিদ খানের পরিবারের হাতে

নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা:-  ভারতের অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী সদ্য প্রয়াত উস্তাদ রশিদ খানের ছেলে আরমান খানের হাতে সীতারাম মন্দিরের থিম সঙ্গীতের প্রথম ডিভিডি তুলে দিল অখিলভারত হিন্দুমহাসভা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সীতারাম মন্দির স্থাপন করার যে কর্মসূচী নিয়েছে মহাসভা সেই ঐতিহাসিক কর্মসূচীর থিম সঙ্গীত হিসেবে “রঘুপতি রাঘব রাজা রাম” গানটিকে নির্বাচন করা হয়েছে । তবে প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু মহাসভা মূল গানটির কথা বা শব্দমালা অর্থাৎ শ্রী লক্ষণ আচার্য্য বা মতান্তরে রাম সাধক তুলসিদাস প্রকৃতপক্ষে যে গানটি লিখেছেন সেই শব্দমালা অপরিবর্তিত রাখছে । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় বাবুর বক্তব্য সনাতনী ভারতবর্ষ তখন থেকেই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে আসছে যখন পৃথিবীতে অন্য কোনো মজহবের সৃষ্টি হয়নি । আমরা বরাবর বিশ্বাস করে এসেছি “বসুধৈব কুটম্বকম”। সেটা প্রমাণ করার জন্য রামধুনের শব্দমালা পরিবর্তন করা অর্থহীন । তাই তাঁরা মূল গানটির শব্দচয়ন অপরিবর্তিত রাখছেন । হিন্দু মহাসভার থিমসংটি গাইলেন এবং কোঅর্ডিনেট করলেন স্বয়ং রাজ্যসভাপতি চন্দ্রচূড় গোস্বামী, রাজ্য কমিটি সদস্যা অনামিকা দে এবং দেবশ্রী কাঞ্জিলাল । এছাড়াও গানটিতে হিন্দু মহাসভার শিল্পী হিসেবে গাইলেন সুপর্ণ ভৌমিক, পারমিতা রায়, রঞ্জিতা মুখার্জী, দেবস্মিত ঘোষ, সুকৃতা করণ, রাহুল বোস, আর্শিয়া আদিত্য এবং তৃষা মাইতি । সম্পূর্ণ থিমসংটি রেকর্ড করা হয় টালিগঞ্জের ম্যাজিক স্টুডিওতে মিউজিক অ্যারেঞ্জর ম্যাক-মল্লারের তত্ত্বাবধানে । হিন্দুমহাসভার প্রতিনিধি হিসেবে চন্দ্রচূড় গোস্বামী, অনামিকা দে এবং জিতেন গোস্বামী ২১সে জানুয়ারী সকালে থিম সঙ্গীতের র ফাইলের ডিভিডি, মিষ্টি ও পুষ্পার্ঘ্য উস্তাদ রশিদ খানের বাড়িতে তাঁর সুযোগ্য পুত্র আরমানের হাতে তুলে দিলেন এবং রশিদ খানের আত্মার প্রতি শ্রদ্ধা জানালেন । রশিদজির সুযোগ্য পুত্র আরমান খান চন্দ্রচূড় বাবুকে ভাই এবং বন্ধু হিসেবে সাদরে বরণ করে নেন। হিন্দু মহাসভার সদস্যরাও ২২সে জানুয়ারী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সংকল্প পূজার পর প্রথম রিলিজ হওয়া ডিভিডির কপি রশিদ পুত্র আরমান খানের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এরপর সংগীতশিল্পীর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সীতারাম মন্দির স্থাপনের উদ্দেশ্যে সংকল্প পূজার আয়োজন করতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রওনা হলো অখিলভারত হিন্দুমহাসভার সদস্যরা ।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.