হিন্দুমহাসভার সরস্বতী পূজা হয়ে থাকলো রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত

Spread the love

*হিন্দুমহাসভার সরস্বতী পূজা হয়ে থাকলো রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত*

নিজস্ব সংবাদদাতা:-    আসন্ন লোকসভা নির্বাচনে যুযুধান দুই পক্ষের মধ্যে এক অভাবনীয় রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হয়ে থাকলো অখিলভারত হিন্দুমহাসভার সরস্বতী পূজা । হরিদেবপুর বাস স্ট্যান্ডে এই বছর এক অনিন্দ্যসুন্দর সরস্বতী পূজা আয়োজিত হয়েছে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে, যার থিমটিও খুব সাহসী এবং অভিনব “প্রেমেও আছি, রাজনীতিতেও আছি”। প্রথম উদ্যোগটা নেওয়া হয়েছিল হিন্দু মহাসভার পক্ষ থেকেই । ওনারা নবান্নে গিয়ে সবার প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান । তারপর বাংলার প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে এবং পূজা সংলগ্ন অঞ্চলের মন্ত্রী, এমপি, এমএলএ, কাউন্সিলর এবং সমস্ত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এর প্রত্যুত্তরে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং চিঠি লিখে লালবাজারের পদস্থ পুলিশ আধিকারিকদের হাত দিয়ে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন পত্র পাঠান । শুধু তাই নয় নবান্নে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তর থেকেও যোগাযোগ করে হিন্দু মহাসভার রাজ্য সভাপতিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয় । পূজার থিমের বিষয়ে প্রশ্ন করা হলে চন্দ্রচূড় বাবু জানান যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিবস তাই পূজার থিমটি অত্যন্ত তাৎপরযপূর্ণ । তবে ভালোবাসা বিষয়টি শুধুমাত্র একমুখী অর্থ বহন করেনা, প্রেম এই দুই অক্ষরের শব্দটির গভীরতা অনেক । আজ পৃথিবীতে এত হিংসা, বিদ্বেষ, ঘৃণা এবং জিঘাংসা বেড়ে গেছে তার প্রকৃত উপসম বা সমাধান হতে পারে একমাত্র প্রেম ভালোবাসা ও পারস্পরিক সম্মান । আর রাজনীতির ক্ষেত্রে মহাসভার বক্তব্য একজন সৎ নির্ভীক এবং নিরপেক্ষ রাজনীতিবিদই পারে দেশের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান করতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌজন্য ফিরিয়ে আনতে ।

ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আমরাই উদ্যোগ নিয়ে এই সরস্বতী পূজায় রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই প্রেম ভালোবাসা এবং পারস্পরিক সৌজন্য ফিরিয়ে আনার উদ্যোগ নিলাম । সমস্ত রাজনৈতিক দলগুলোর দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধার মত কাজ করা উচিৎ । পূজার আয়োজন করতে রাজ্যসভার এমপি শ্রী সুভাশিষ চক্রবর্তী বিশেষ ভাবে সাহায্য করায় সুভাশিষ বাবুকেও বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দ্রচূড় গোস্বামী । প্রসঙ্গত উল্লেখ্য এই বছর লোকসভা নির্বাচনে প্রায় পঁচাত্তর বছর পর দলগত ভাবে অংশগ্রহণ করতে চলেছে অখিলভারত হিন্দুমহাসভা । লোকসভা নির্বাচনে মূলত তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই যে হিন্দুমহাসভা এই রকম অভিনব পূজার থিম নির্বাচন করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.