মঞ্জুর মোল্লা, অয়ন বাংলা,নদীয়া: নদীয়া জেলা চাপড়া থানার অন্তর্গত পুখুরিয়া গ্রামের প্রায় ৩০০ এর অধিক মানুষ অসুস্থ হয়ে ভর্তি হলেন চাপড়া গ্রামীণ হাসপাতালে
আরও অসুস্থ সংখ্যা বাড়ছে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা যায় আজ সন্ধ্যার পর থেকে কোন এক অজ্ঞাত কারণবশত সকলেই বমি ও শরীর অসুস্থ হয়ে পড়লে চাপড়া হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর একের পর এক রোগী আসতে শুরু করে এই মুহূর্তে প্রায় তিন শতাধিক মানুষ চাপড়া গ্রামীন হসপিটালে ভর্তি রয়েছে। গুরুতর অসুস্থ দের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। কি কারনে এমন হলো এখনো বুঝে উঠতে পারিনি ডাক্তারেরা তারা বলছেন পরীক্ষার পর ঠিক কি কারণে হয়েছে জানাতে পারবেন।
তবে এই মুহূর্তে তিনারা যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনা শোনার পরই ছুটে আসেন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবাণুর রহমান সহ নদীয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ এবং তিনি অসুস্থ মানুষদের পাশে থেকে সুস্থতা ও সঠিক চিকিৎসার দেখভাল করছেন। এই ঘটনায় ওই এলাকার সমস্ত মানুষজন আতঙ্কিত।