লোকসভা প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে সওকত মোল্লার উপস্থিতে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন হলে প্রস্তুতি সভা

Spread the love

জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে রাজের সাধারণ সম্পাদক সওকত মোল্লার উপস্থিতে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল জয়নগরে

মোমিন আলি লস্কর:-জয়নগর

লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী রণকৌশল ঠিক করতে ,আজ অর্থাৎ বুধবার বেলা ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার শিবনাথ শাস্ত্রী সদন ভবনে লোক সভা কেন্দ্রের গত ১০বছরের সাংসদ ও আসন্ন তৃনমূল কংগ্রেসের জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে শিক্ষক বিশ্বনাথ দাসের ডাকে নির্বাচনী প্রস্তুতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন ভবনে।পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি কথাগুলি তুলে ধরেন প্রতিমা মন্ডল । ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন প্রতিমা মন্ডল কে আমরা ৪ লক্ষ ভোটে জয়ী করে আবার দিল্লীতে সাংসদ পদে বসাবো এটা আমাদের প্রতিক্ষা। উপস্থিত ছিলেন
জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল, বিধায়ক বিশ্বনাথ দাস, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ হাসনা বানু, জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ,জয়নগর এক নম্বর ব্লকের যুব সভাপতি তুহিন বিশ্বাস, বন ও ভূমি কর্মদক্ষ শুকুর আলী মোল্লা, হরিনারায়নপুর অঞ্চলে প্রধান সুজাউদ্দিন শেখ, মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী বাপী হালদার ,জয়নগর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, গোপাল নস্কর ,জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর ,জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর সহ জয়নগর লোকসভা কেন্দ্রের সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্য সদস্যা পঞ্চায়েতের সদস্য সদস্যা ব্লকের সমস্ত সদস্য সদস্যগণ এবং গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.