সর্বভারতীয় আর্য মহাসভার রাষ্ট্রীয় মহা সচিব হলেন মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- সর্বভারতীয় আর্য মহাসভার রাষ্ট্রীয় মহা সচিব করা হল মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে মুস্তাক রশিদের নাম ঘোষণা করা হয়। সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রীয় মহা সচিবের নাম ঘোষণা করেন। মোহনলাল রশিদের নাম ঘোষণা করায় দলের কর্মীরা উল্লাসে মেতে উঠেন।
এবিষয়ে সর্বভারতীয় আর্য মহাসভা সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী বলেন, “লোকসভা ভোটে দলকে চাঙ্গা করেছেন মোহনলাল রশিদ। দলের হয়ে প্রচুর কাজ করেছেন তাই জেলা সভাপতি থেকে মোহনলাল রশিদকে রাষ্ট্রীয় মহা সচিব করা হল।”
নব নির্বাচিত রাষ্ট্রীয় মহা সচিব মোহনলাল রশিদ বলেন, আজকে আমাকে রাষ্ট্রীয় মহা সচিব পদে নিযুক্ত করা হল। আমি দলকে ভালোবাসি। দলের কর্মীরা আমার পরিবার। দলের কর্মীরা ছাড়া আমি কিছুই না। দল আমাকে যে পদ দিল। সেটি আমি দায়িত্ব সহকারে পালন করব।”