- সন্ত্রাসের অভিযোগ তুলে জঙ্গিপুর লোকসভায় দশটি বুথে পুনর্নিবাচনের দাবি ওয়েলফেয়ার পার্টির
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- মুর্শিদাবাদ: বিভিন্ন জায়গায় রিগিং, দলীয় এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, ভোটারদের ভয় দেখানো সহ একাধিক সন্ত্রাসের অভিযোগ তুলে দশটি বুথে পুনর্নিবাচনের দাবি জানালো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। মঙ্গলবার ভোট পর্ব শেষ হতেই নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়ে এই দাবি করেন পার্টির নির্বাচনী এজেন্ট আরাফাত আলী। এদিন তিনি সুতি বিধানসভার ১৬,১৭, ৯৩,৯৪ ও ১৩৩ আসন, জঙ্গিপুর বিধানসভার ২০৪,২০৫ এবং খড়গ্রাম বিধানসভার ১০০,১০৮ ও ১০৯ নম্বর বুথে পুনর্নিবাচনের দাবি জানান।
এবিষয়ে আরাফাত আলী জানান, ভোট পর্ব মোটামুটি সুষ্ঠ হলেও বেশ কিছু জায়গায় তৃণমূলের দুস্কৃতি বাহিনী অশান্তির পরিবেশ তৈরি করে। ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটে ।তাই জঙ্গিপুরের দশটি বুথে পুনর্নিবাচনের দাবি জানিয়ে আমরা নির্বাচন কমিশন কে চিঠি পাঠিয়েছি।