মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী অনল আবেদিন প্রয়াত
আনিসুর রহমান,বহরমপুর:- মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী অনল আবেদিন পরলোকগমন করলেন । দীর্ঘদিন ধরে নানান শারিরীক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কাল সন্ধেই বহরমপুর গোরাবাজারের নিজের ফ্ল্যাটে অসুস্থ হয়ে পড়েন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছি ৫৯ বছর। গোটা জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
আজ সকালে বহরমপুর রবীন্দ্রসদনে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর, দুপুর ২ টায় তার নিজের গ্রাম দৌলতাবাদ থানার অন্তর্গত ঘোষপাড়া নওদাপাড়ায় পারিবারিক কবরস্থানে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হল। তিনি রেখে গেলেন দুই কন্যা ও স্ত্রী সহ অগনিত গুনমুগ্ধকে। মুর্শিদাবাদ বীক্ষণ, ওভারল্যান্ড, আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকায় তিনি তিন দশকের বেশি সময় সাংবাদিকতা করেছেন। জেলার ইতিহাস, রাজনীতি ও সম্প্রীতি চর্চার অন্যমুখ অনল আবেদিনের অকাল প্রয়াণে শোকাহত সব মহল।