কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জেলা জুড়ে শুরু প্রশাসনের মাইকিং …
মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস নামখানা:-
আগামী মঙ্গলবার থেকে আবারো বড়সড়ো দুর্যোগে আশঙ্কা চব্বিশ পরগনা জুড়ে। টানা তিন দিন ভারী বৃষ্টি ও ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বভাস দেওয়া হয়েছে। বাড়তে পারে সমুদ্র ও নদীর জলস্তর। ফলে জেলার সুন্দরবন উপকূলে বিশেষভাবে সতর্ক জারি করা হয়েছে ।সুন্দরবন পুলিশ জেলার ফেজারগঞ্জ, নামখানা, সাগর ,গোবর্ধনপুর থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং শুরু হয়েছে। মৎস্য দপ্তর পক্ষ থেকে সোমবার সন্ধ্যের মধ্যে সব মৎস্যজীবী ট্রলার কে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে টানা তিন দিন সমুদ্র যাওয়ার উপর নিষেধাক্কা জারি করা হয়েছে। ইতিমধ্যে সব মৎস্যজীবী সংগঠনকে তা জানিয়ে দেওয়া হয়।