পাথর প্রতিমার পর এবার রায়দীঘিতে আবাস প্লাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মথুরাপুর দু নম্বর ব্লক আধিকারিক এর কাছে….
পাথর প্রতিমার পর এবার রায়দীঘিতে আবাস প্লাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মথুরাপুর দু নম্বর ব্লক আধিকারিক এর কাছে…..
মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস রায়দীঘি
পাথর প্রতিমার পর এবারে রায়দিঘি, আবাস প্লাসের দুর্নীতির অভিযোগ তুলে মথুরাপুর দু নম্বর ব্লক ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা। রায়দিঘি বিধানসভার কয়েক হাজার মানুষ ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। মূলত তাদের দাবি লিস্টে নাম থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে কেটে দেওয়া হয়েছে যাদের ঘর পাকা বাড়ি রয়েছে তাদেরকে পুনরায় ঘর দেওয়া হচ্ছে আর যা নিয়ে মথুরাপুর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে কয়েক হাজার সাধারণ মানুষ। আর যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর দু’নম্বর ব্লক এলাকা। তবে এই বিষয় নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক জানায় সাধারণ মানুষের এই ধারণাই ভুল জেলা স্তর থেকে যে লিস্ট হয়ে এসছে তা আমাদের প্রতিনিধিরা খতিয়ে দেখছে, যারা ঘর পেয়েছে বা পাকা বাড়ি রয়েছে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।
অন্যদিকে এই বিষয় নিয়ে শাসক দলের জেলা পরিষদ সদস্য উদয় হালদার জানায় বিজেপি এলাকার মানুষকে ভুল বুঝিয়ে এইসব করছে।।
তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তারা জানায় মথুরাপুরের বাসিন্দাদের অর্ধেকের বেশি মাটির বাড়ি, কিন্তু তারা আবাস যোজনায় বাড়ি পায়নি সেখানে বাড়ি পেয়েছে তৃণমূল নেতার দিদি বোন ভাই থেকে শুরু করে আত্মীয়রা।