রায়দিঘি বিধানসভার মথুরাপুর দেবীপুর প্রধানমন্ত্রী আবাস যোজনার একাধিক দুর্নীতির অভিযোগ….
মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস মথুরাপুর:-
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রায়দিঘী বিধানসভা তে। গত বছরে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৯ টি র ঘরের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে, সরকারি আমলা দের সহযোগিতায়। রায়দিঘির ভিডিও অফিসে তার বইঃ প্রকাশ ঘটে। মূলত যাদের টাকা তুলে নেওয়া হয়েছিল আজও তারা টাকা ফিরে পাইনি মহামান্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। বর্তমানে আবাস যোজনা সমীক্ষায় যে তালিকা বের হয়েছে সেই তালিকা পেয়েছে তাদের নাম আছে যারা তাদের নাম আছে কিন্তু যারা মাটির বাড়ি পলিথিনের ছাউলী নিয়ে আছেন তাদের নাম নেই। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষ কিন্তু খোবে ফুচছেন। এই আবাস যোজনার বঞ্চনা নিয়ে সর্বশ্রেণী মানুষ বিশাল আন্দোলনের পথে নামল দেবীপুর অঞ্চলে। এইসব ব্যক্তিদের দাবি হলো ন্যায্য পাওনাদাররা কিছুই পাচ্ছে না কিন্তু যাদের দরকার নেই এবং চাকরিজীবী তাদেরকে আবাস যোজনার ঘরের টাকা এবং নানান সামগ্রিক দেওয়া হচ্ছে। তাই সমস্ত অঞ্চলের বাসিন্দারা একত্রিত হয়ে তীব্র আন্দোলনে সামিল হলেন।