নিজস্ব সংবাদদাতা অয়ন বাংলা:- গণতন্ত্র আজ ভুলুন্ঠিত ,বাক স্বাধীনতা আজ নেতাদের কাছে বন্ধক,স্বাধীন মতামত প্রকাশ আজ বিপন্ন ,নেতা নেত্রীদের মতামতই আজ শেষ কথা,তাই স্যোসাল মিডিয়ায় মত প্রকাশের স্বাধীনতা আজ বিপন্ন। বর্তমান পত্রিকার নুসরতের পুজা দেওয়ার পেপার কাটিং ফেসবুকে পোস্ট করায়
ব্রহ্মানন্দ বিদ্যাভবন হাইস্কুল এর শিক্ষক ও সাংবাদিক মহঃ আলি আকবর কে স্থানীয় তৃনমূল নেতারা ১০-১৫ জন স্কুলে এসে হুমকি দিয়ে গেছে এবং পুজো দেওয়ার ভিডিও ও পোস্ট জোর করে ডিলিট করে দিয়েছে। একেবারে স্বাধীন মতামত প্রকাশের কোন সুযোগ আর এ বাংলায় তৃণমূল দিবে না এই মহৎ উদ্দেশ্য নিয়ে এ বাংলার গণতন্ত্র কে হত্যা করতে চাইছে।
নির্বাচন কমিশনের মতে রাজ্যের পরিস্থিতি ১০ বছরের আগের বিহারের থেকেও খারাপ এই কথাটার বাস্তবতা প্রমান করছে।
আজ গোটা বাংলায় এই মত প্রকাশের স্বাধীনতা আজ বিপন্ন।
জনপ্রিয় শিক্ষক ও নির্ভীক সাংবাদিক আলি আকবর এর প্রতি এ রকম ব্যাবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বুদ্ধিজীবি মহল।