সাংসদ প্রতিমা মন্ডলের উপস্থিতিতে মুক্তি সংঘের রক্তদান শিবির এবং ফুটবল খেলার শুভ উদ্বোধন

Spread the love

বাংলার মোড়ে মুক্তি সংঘের ঐতিহাসিক মহা রক্তদান উৎসব এবং সংসদ প্রতিমা মন্ডল পায়ে রবার বল কিক করে রবার বল খেলা শুভ উদ্বোধন জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর :-জয়নগর থানায় অর্ন্তগত জয়নগর এক নং ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের বাংলার মোড় মুক্তি সংঘের সম্পাদক জাহাঙ্গীর লস্করের পরিচালনায় এবং মুক্তি সংঘের সমস্ত সদস্য সদস্যগনের ঐ ক্লান্তিক প্রচেষ্টায় ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং স্বনামধন্য ওম ব্লাড ব্যাঙ্কের সহ যোগিতায় বাংলার মোড় মুক্তি সংঘের অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহারক্তদান মহাউৎসব। সর্বমোট ১৭০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন।এর মধ্যে ৭০জন পুরুষ এবং ১০০ জন মহিলা তাদের মূল্যবান রক্ত বাংলার মোড় মুক্তি সংঘের ক্লাবে স্বেচ্ছায় দান করেন। বাংলার মোড় মুক্তি সংঘের রক্তদান এবছর ৩৫ তম বর্ষে।৩৫ তম বর্ষে সর্বশ্রেষ্ঠ অর্জন করেছেন এই রক্তদান।

কারণ পুরুষের চেয়ে মহিলা সংখ্যক বেশি দেখা গেছে এই রক্তদান শিবিরে।এ থেকে বোঝা যায় বাংলার নারীসমাজ কোন দিকথেকে পিছিয়ে নেই। বাংলার মোড় মুক্তি সংঘের সম্পাদক জাহাঙ্গীর লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ” এর অর্থ হল মানুষ কে সেবা করা মানে ঈশ্বর কে সেবা করা। বর্তমানে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মহামারী দেখা দিচ্ছে এবং গ্ৰামবাংলার দুঃস্থ অসহায় থ্যালাসিয়া রোগ গ্ৰস্থ মানুষের পাশে দাঁড়াতে আজ আমরা বাংলার মোড় মুক্তি সংঘের পক্ষথেকে মহামিলনের রক্তদান মহা উৎসব অনুষ্ঠিত করেছি। মাছের জন্য জল(পানি)যেমন জরুরী। তেমনি মানুষের জন্য রক্ত তেমন জরুরী। কারণ মানুষের তৃষ্ণার্ত এর জন্য প্রয়োজন লাগে জল।জল না পেলে মানুষ যেমন হাঁহাকার হয়ে মারা যেতে পারে তেমনি একটি মুমূর্ষু রোগী ক্ষেত্রে একফোঁটা রক্তের জন্য হাঁকার হয়ে মারা যেতে পারে।তাই আজ আমরা মুমূর্ষু রোগীর পাশে সদাসর্বদা যাহাতে তাদের পাশে দাঁড়াতে পারি তার উদ্দেশ্যে আজ আমাদের রক্তদান মহা উৎসব অনুষ্ঠিত করেছি। তিনি আরো জানায় আমরা প্রতিবছর ন্যায় এ বছরও রক্তদান উৎসব ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবার বল খেলার প্রতিযোগিতা মুলক অনুষ্টানে করে থাকি । প্রতিবছর ন্যায় এ বছর জয়নগর কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা ।১০ বছরের জেলা পরিষদের সদস্য খাঁন জিয়ারুল হক । দক্ষিণ বারাসত অঞ্চলের উপপ্রধান গিয়াস উদ্দিন,সহ একাধিক ব্যাক্তি বর্গ কে আমন্ত্রণ জানানো হয় ।আমার মুক্তি সংঘের পক্ষথেকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাবো সবাইকে সমস্ত ব্যবস্থা পিছনে রেখে আমার এইরকম অনুষ্টানে উপস্থিত হয়ে আমাদের ক্লাবের মুখ উজ্জ্বল করেছে।

ক্লাস সম্পাদক জাহাঙ্গীর লস্কর প্রথমে জয়নগর কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডলের হাতে দুই টি ফলের গাছ এবং মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহার হাতে দুই টি করে ফলে গাছ তুলে দেন ।এই ফলের গাছ তুলে দেওয়ার বিষয় ক্লাব সম্পাদক কে সাংবাদিক প্রশ্ন করলে তিনি জানায় আমরা ফুলের মালা দিলে একদিনে মধ্যে নষ্ট হয়ে যাবে কিন্তু গাছ দিলে বহুদিন স্মৃতি থাকবে এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এই গাছ। সর্বশেষে বাংলার মোড় মুক্তি সংঘের রবার বল প্রতিযোগিতার সংসদ প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা উভয়ে রবার বলে পায়ে কিক করে মুক্তি সংঘের মাঠে রবার বল খেলার শুভ উদ্বোধন করেন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা, জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক, দক্ষিণ বারাসত অঞ্চলের উপপ্রধান গিয়াস উদ্দিন সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.