পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রের নির্বাচন! জেনে নিন কোথায় কবে হবে ভোট
নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- পিছিয়ে গেল কান্দি ও নওদা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ১৯ মের বদলে নির্বাচন হবে ২০ মে। ২৯ এপ্রিল বহরমপুর কেন্দ্রের ভোট আগে থেকেই নির্ধারিত। কিন্তু ওই দুদিন ছিল কান্দি ও নওদার মনোনয়ন জমার শেষ দিন। সূত্রের খবর অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আপত্তি জানানো হয়। কমিশনের তরফে জানানো হয় ওই দুই আসনে মনোনয়ন জমার শেষ দিন ৩০ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে ২০ মে।
এর আগে রাজ্যে খালি পড়ে থাকা ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। জানানো হয়, এই ছটি আসনে নির্বাচনের হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩ মে। ছটি আসনের মধ্যে ছিল, দার্জিলিং, ইসলামপুর, কান্দি, নওদা, হবিবপুর ও ভাটপাড়া। সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় আসনগুলি ত্যাগ করার কথা জানান। সঙ্গে সঙ্গে নির্বাচনের দিনও ঘোষণা করে কমিশন। পরে অবশ্য কান্দি ও নওদার ভোট গ্রহণের দিন পরিবর্তন করা হয়।
Gazette_68_Kandi_SAR_29
রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে আগেই উপনির্বাচনের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেগুলি হল কৃষ্ণগঞ্জ এবং উলুবেড়িয়া পূর্ব। কৃষ্ণগঞ্জ কেন্দ্রে তৃণমূল বিধায়কসত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যা করায় আসনি শূন্য হয়েছিল। অন্যদিকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল বিধায়ক রাজ্যের প্রাক্তন আইপিএস হায়দার আজিজ সফিরমৃত্যুতে আসন শূন্য হয়েছিল।