সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং হিংসা-ঘৃণার বিরুদ্ধে দোমোহনা স্থিত রহতপুর হাই মাদ্রাসায় সভা
নিজস্ব সংবাদ দাতা – রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার দোমোহনা স্থিত রহতপুর হাই মাদ্রাসায় সম্প্রতি অনুষ্ঠিত হল সামাজিক ন্যায় ও স্বাধীকার মঞ্চের একটি গুরুত্বপূর্ন সভা। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের রাজনীতি বিমুখ এলিট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং হিংসা-ঘৃণার বিরুদ্ধে কাজ করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ।
সভায় প্রান্তিক মানুষের অধিকার রক্ষার জন্য বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জাত ভিত্তিক জন গণনার দাবি এবং তফসিলি জাতি ও উপজাতি সম্পর্কিত সম্প্রতি ঘোষিত রায়ের বিরোধিতা উল্লেখযোগ্য। এছাড়াও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সারের দাম নিয়ন্ত্রণ এবং ন্যায্য মূল্য আদায়ের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়।
এই সভায় শতাধিক মানুষ সমবেত হন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি রঞ্জনা রায়, শিক্ষক সাহিদুর রহমান, এবং দ্বিনেশ সিংহ। সভায় এই মঞ্চের উদ্যেশ্য ও লক্ষ্য নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবী পাশারুল আলম। তিনি রাজনীতি বিষয়ে যে সমস্ত মানুষ বিমুখ হয়ে আছেন। তারা এই মঞ্চে যুক্ত হয়ে সামাজিক কাজকর্ম করতে পারেন। শ্রীমতি রঞ্জনা রায় সভার সভাপতিত্ব করেন এবং সকলের উদ্দেশ্যে সামাজিক ন্যায় ও সমঅধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাটি একাত্মতার বার্তা দিয়ে শেষ হয়। ভবিষ্যতে এই মঞ্চের উদ্যোগে আরও আন্দোলন এবং কার্যক্রম পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়েছে।