চিকিৎসকের গাড়িতে অভিনব কায়দায় ১২০ কেজি গাঁজাসহ নগদ ১লক্ষ ৮৮হাজার উদ্ধার।গ্ৰেফতার ৪
মোমিন আলি লস্কর বারুইপুর:-
গাড়িতে চিকিৎসকের লোগো লাগিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্ৰেফতার এক জন মহিলা সহ মোট চার জন ।আনুমানিক ১২০কেজি গাঁজা সহ নগদ ১ লক্ষ ৮৮ হাজার টাকা ।ঘটনাটি ঘটেছিল বারুইপুর থানার অন্তর্গত কুরালি মোড়ে। বারুইপুর থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পায় সেই সূত্রে কে কাজে লাগিয়ে বারুইপুরের বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করেন। বারুইপুর থানার এলাকার কুরালির মোড়ে শুক্রবার রাতে বারুইপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় একটি চিকিৎসকের লোগো লাগানো গাড়ি সামনে আসে ।সামনে আসতে পুলিশের সন্দেহ হয়। চিকিৎসকের লোগো লাগানো প্রাইভেট গাড়িটিকে। তল্লাশি অভিযান চালানো হয় , তল্লাশি অভিযান করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে এবং তল্লাশি চালানোর পর চিকিৎসকের লোগো লাগানো প্রাইভেট গাড়িটি আটক করেন বারুইপুর থানার পুলিশ। গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ লগদ ১লক্ষ ৮৮হাজার টাকা উদ্ধার করেন বারুইপুর থানার পুলিশ ।ঘটনার তদন্তে নেমে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান অভিনব কায়দায় চিকিৎসকের লোগো লাগানো গাড়িটি আসছিলেন বালেশ্বর থেকে এবং যাওয়ার কথা ছিল ক্যানিংয়ের দিকে । ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ উড়িষ্যা বালাসনেরর বাসিন্দার বাসন্তী সেনাপতি সহ দেবনাথ নস্কর (গাড়িচালক )শৌভিক বৈদ্য (ক্যানিংয়ের বাসিন্দার) কার্তিক নস্কর (কুলতলির বাসিন্দার ) এদের কে গ্রেফতার করেন বারুইপুর থানার পুলিশ। এদের বিরুদ্ধে মাদক মামলার ওজু করেছেন বারুইপুর থানার পুলিশ। আজ শনিবার তাদের কে বারুইপুর আদালতে পেশ করা হবে। আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বারুইপুর থানার পুলিশ। গাড়িটি কার খতিয়ে দেখছেন বারুইপুর থানার পুলিশ।