সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে
নিজস্ব সংবাদদাতা :- বাসভূমি সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ। পুরস্কার তুলে দেন ইতিহাসবিদ খাজিম আহমেদ, বাসভূমি পত্রিকার সম্পাদক অরূপ চন্দ্র ও সাহিত্যিক আনন্দ মার্জিত।
১ ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে জেলার জনপ্রিয় লিটল ম্যাগাজিন ‘বাসভূমি’ পত্রিকা আয়োজিত সাহিত্য পুরস্কার প্রদানের আসর বসে। সম্পাদক অরূপ চন্দ্র জানান, ২০০৮ সাল থেকে এযাবৎ ৮৭ জনকে পুরস্কার দেওয়া হলো শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। এ বছর মোট ১০ জন পুরস্কৃত হয়েছেন। জীবনকৃতি পুরস্কার পেয়েছেন কবি তৈমুর খান, ইতিহাস গবেষক প্রকাশ দাস বিশ্বাস, চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত; বাসভূমি সাহিত্য সম্মাননা পেয়েছেন প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশ সরকার, লোকসংস্কৃতি গবেষক ড. গদাধর দে, কবি ও সম্পাদক দেবী রাহা মিত্র। সাহিত্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য চারটি লিটল ম্যাগাজিন ‘বাসভূমি সেরা বাংলা লিটিল ম্যাগাজিন’ পুরস্কার পেলেন – ঝাড়খণ্ডের পত্রিকা ‘শিল্পে অনন্যা’, সম্পাদক ড. দীপক কুমার সেন; ভাঙড় – দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রকাশিত ‘উদার আকাশ’, সম্পাদক ফারুক আহমেদ; নদিয়া থেকে প্রকাশিত ‘বনামি’, সম্পাদক দিলীপ মজুমদার এবং পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে প্রকাশিত পত্রিকা ‘অজয়’ সম্পাদক তারকেশ্বর চট্টরাজ। উৎসবে জেলার ও জেলার বাইরের অনেক লেখক শিল্পী সাহিত্যিক উপস্থিত ছিলেন।