সাত দিনব্যাপী এসডিপিআই এর নদী ভাঙ্গন প্রতিরোধ পদযাত্রার আজ দ্বিতীয় দিন
নিজস্ব সংবাদদাতা:- এসডিপিআই আয়োজিত নদী ভাঙ্গন প্রতিরোধ পদযাত্রার দ্বিতীয় দিন যাত্রা শুরু করল পোস্টার উদ্বোধনের মাধ্যমে অর্জুনপুর হাই স্কুল প্রাঙ্গণ থেকে সকাল ১০ টাই। পদযাত্রা শুরু হওয়ার পর থেকেই সাধারণ জনগণের ভিড় রাস্তার দুপাশে উপচে পড়ে। পথের দুই ধারে গণেশপুর গ্রামবাসীরা রাজ্য সভাপতি তাইদুল ইসলাম , সহ-সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সহ মিছিলের যাত্রীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। সাধারণ মানুষ এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য নেতাদের কাছে গ্রামবাসীরা আবেদন করেন। মমরেজপুর গ্রামবাসীরাও ফুল ছিটিয়ে মিছিল কে স্বাগত জানাই। মমরেজপুর জনসাধারণের উদ্দেশ্যে রাজ্যের সভাপতি তাইদুল ইসলাম মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বলেন নদী ভাঙ্গন নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি সমাধানের লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এ আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই এবং একই সাথে আপনাদের ও সচেতন হতে হবে। আপনারা এম.এল.এ, এম.পি কে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে জবাব চাইতে হবে। কাজ না করলে আগামী নির্বাচনে ছুঁড়ে ফেলে দিতে হবে।
এরপর লক্ষীনগরে এসে দুপুরের আহার শেষ করে পুনরায় বিকেল তিনটাই যাত্রা শুরু হয় , যাত্রা শুরুর পর লক্ষীনগর থেকে ধুলিয়ান পৌরসভা ও লালপুর হয়ে প্রতাপগঞ্জ পার হয়ে দিঘ্রী হাই স্কুল মোড়ে একটি পথসভা হয়। এই পথ সভায় রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম মহাশয় বলেন নদী ভাঙ্গন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের গড়িমসি চলবে না, অবিলম্বে গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান করতে হবে নচেৎ এই আন্দোলন আরও বৃহত্তর হবে।
কাকুরীয়া অঞ্চলের দিঘড়ীতে পথসভায় রাজ্য সহ সভাপতি বিস্তারিত আলোচনা রাখেন কিভাবে পরিকল্পিতভাবে নেতারা এই ভাঙনের মাধ্যমে নিজের আহার জোগাড় করছে। পথসভা শেষে পুনরায় পদযাত্রা শুরু হয় এবং কাঁকুড়িয়া তে গিয়ে দ্বিতীয় দিনের র্যালি স্থগিত হয়।