বহরমপুরে মানবাধিকার সংগঠন এ পি ডি আর এর ২৩ তম জেলা সম্মেলন 

Spread the love

বহরমপুরে মানবাধিকার সংগঠন এ পি ডি আর এর ২৩ তম জেলা সম্মেলন

সামসুল হালসানা,বহরমপুর :-    মানবাধিকার সংগঠন এ পি ডি আর (গনতান্ত্রিক অধিকার রক্ষা সমতি) মুর্শিদাবাদ জেলা কমিটির ২৩ তম দ্বি-বার্ষিক সম্মেলন সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর শহরের পি আর সি হলে ১২ ই জানুয়ারি,2025, রবিবার ।সম্মেলনের কাজ শুরু হয় সকাল ১০ টা থেকে।বেলা এগারোটা থেকে শুরু হয় প্রকাশ্য সমাবেশ।এই প্রকাশ্য সমাবেশে দক্ষতার সঙ্গে বক্তব্য রাখেন সমাজ কর্মী শেখর দত্ত,কলকাতা থেকে আগত মানবাধিকার কর্মী রাজা সার্কেল , সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক সনৎ কর,সমাজ কর্মী চন্দ্র প্রকাশ সরকার তো মুখো সমাজের বিশিষ্ট মানুষজন । বক্তারা সকলেই দেশ তথা রাজ্যে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে,তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আলোচনা করেন। যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস সাধারণ নাগরিকের উপর নেমে আসছে, তা আসলে রাষ্ট্রের স্বৈরাচারী এবং সন্ত্রাসী চরিত্রই ফুটে ওঠে। রাষ্ট্রের এই স্বৈরাচারী চরিত্রের বিরুদ্ধে সকল মানবাধিকার কর্মীদের একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে আন্দোলন করতে হবে তাহলেই সাধারণ মানুষের মুক্তির পথ সুগম হবে।

সম্মেলনের প্রকৃত কাজ শুরু হয় বেলা ২টা থেকে। তখন মাত্র সদস্যরাই উপস্থিত ছিলেন। সম্পাদক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর তার উপর গঠন মূলক সমালোচনা করেন বিভিন্ন শাখার সদস্যগন। এরপর দু’বছর সমিতির কার্যকলাপ পরিচালনার জন্য একটি প্যানেল পেশ করেন বিদায়ী সম্পাদক।নতুন ভাবে পুনরায় মিলন মালাকার জেলা সম্পাদক এবং নতুন করে বিপ্লব বিশ্বাস সভাপতি হিসাবে সকলের সম্মতিতে মনোনীত হন।


সম্মেলনে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিশারী মালাকার। মাঝখানে নজরুলগীতি পরিবেশন করেন প্রবীণ সংগীত শিল্পী এম মুজিব। নজরুলের কবিতা আবৃতি করে শোনান সংগঠনের সহ-সভাপতি জয়নুল আবেদীন। সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন সম্পাদক মিলন মালাকার। আজকের এই সম্মেলনে ৬০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.