ওয়াকফ বিল প্রত্যাখ্যানের দাবিতে সংসদীয় কমিটির সামনে সরব কামরুজ্জামান

Spread the love

*ওয়াকফ বিল প্রত্যাখ্যানের দাবিতে সংসদীয় কমিটির সামনে সরব কামরুজ্জামান*

নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা:-     ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ প্রত্যাহারের দাবীতে সংসদীয় যৌথ কমিটির সামনে সরব হলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। কমিটির চেয়ারম্যান জগদাম্বিকা পাল, সাংসদ আসাদউদ্দিন ওয়েসি, সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাংসদ নাদিমুল হক সহ অন্যান্য সদস্যদের উদ্দেশ্য করে কামরুজ্জামান বলেন এই বিল ওয়াকফ সম্পত্তির উন্নয়নের জন্য নয় বরং ওয়াকফ সম্পত্তিকে বরবাদ করার জন্য সংসদে পেশ করা হয়েছে। তাই এই বিল রিজেক্ট করতে হবে। তিনি আরো বলেন ওয়াকফ সম্পদ মুসলমানদের নিজস্ব সম্পদ। এর উন্নয়ন ও সুরক্ষার জন্য ওয়াকফ বোর্ড কাজ করে যাবে, সেখানে কোনোভাবেই জেলা শাসকদের হাতে ক্ষমতা দেওয়া যায় না।
কলকাতার আইটিসি সোনার বাংলা হোটেলের অনুষ্ঠিত সভায় বিভিন্ন সংগঠন, দল ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংসদীয় যৌথ কমিটির চেয়ারম্যান ও সদস্যরা তাদের বক্তব্য শুনেছেন।
বৈঠক শেষে চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেন আমরা একথা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.