দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডের মোড়ে জাগো বাংলার বুক স্টল শুভ উদ্বোধন করলেন জয়নগর কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস,
মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত (আন্তর্জাতিক):-
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডের মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে রবিবার বিকালে জাগোবাংলার (Jago Bangla) স্টলের শুভ উদ্বোধন করলেন জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। পাশাপাশি জাগোবাংলার শারদ সংখ্যারও এদিন আবরণ উন্মোচন করা হয়। এই স্টলে জাগোবাংলার শারদ সংখ্যার পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা বেশ কিছু বইও রাখা হয়েছে পাঠকদের জন্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাগোবাংলার (Jago Bangla) শারদ সংখ্যা বই জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস হাত থেকে সংগ্রহ করেন। বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, মাতিন হালদার, জয়নগর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস INTTUC সভাপতি হাতে জাগোবাংলার বই তুলে দেন,জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর,,হাতে তিনি জাগো বাংলার বই তুলে দেন। তিনি ২০টির অধিক জাগো বাংলা বই তুলে দেন সমস্ত তৃনমূল কংগ্রেসের কর্মীদের হাত । তিনি জাগো বাংলা বই তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের দলের জাগো বাংলা বই বার হয় প্রতি বছর এবং স্টল দেওয়া হয় দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডের মোড়ে। আজ মহা ষষ্ঠী দিনে উদ্বোধন করা হলো জাগো বাংলার স্ট্ল তৃণমূল কংগ্রেস যারা করে অন্যদিকে তারা প্রত্যেকে এই জায়গা বাংলা স্টলে আসে এবং দিদি এই সব বইগুলি সংগ্রহ করে দল সম্পর্কে জানার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে জাগো বাংলা প্রকাশিত হয়। ফলে আজকের জাগো বাংলা সারা রাজ্যে প্রভাব বিস্তার লাভ করেছে। সাথে সাথে পশ্চিমবঙ্গের বাইরে প্রান্তে বিশেষ করে মেঘালয় আসাম মনিপুর উত্তর প্রদেশ গোয়া বিভিন্ন জায়গায় এই বই প্রকাশিত হয়। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত এমন একটা দল করি। জাগো বাংলা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমাদের কাছে দলের সম্পদ। এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,মাতিন হালদার, জয়নগর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস INTTUC সভাপতি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর। জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর,, সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ

