P.I.B এর পক্ষ থেকে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান কে ডেপুটেশন দেওয়া হল –

Spread the love

P.I.B এর পক্ষ থেকে মুর্শিদাবাদের সাংসদকে ডেপুটেশন-

নিজস্ব সংবাদদাতা:-    প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল (PIB) পরিবারের তরফ থেকে OBC নতুন তালিকায় সংখ্যালঘুদের বঞ্চনা নিয়ে মুর্শিদাবাদ লোকসভার মাননীয় সাংসদ জনাব আবু তাহের খান কে কাছে ডেপুটেশন দেওয়া হল –

সাংসদ সাহেবকে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট ও অ্যাডমিশন তালিকা ধরে ধরে দেখানো হল কীভাবে বঞ্চিত অনগ্রসর সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

সাংসদ ধৈর্য ধরে সমস্ত কিছু শুনেছেন এবং সমস্ত বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

সাংসদ সাহেব আজকে ডেপুটেশনে উপস্থিত সকল PIB সদস্য ও সদস্যাকে অফুরান শ্রদ্ধা, শুভেচ্ছা ও সম্মান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *