*ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে : কামরুজ্জামান*
নিজস্ব সংবাদদাতা,সাগরদিঘী- মুর্শিদাবাদের সাগরদিঘী এস এন হাইস্কুল ময়দানে সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল। সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন রাজনীতির ব্যক্তিদের কাছ থেকে আমরা হিন্দু, মুসলিম আর মন্দির, মসজিদের বক্তব্য শুনতে চাই না। আমরা চাই রাজনৈতিক নেতারা মানুষের উন্নয়ন, ইনসাফ ও সুবিচার নিয়ে কথা বলুন। ছাত্রদের উচ্চমানের শিক্ষা ও বেকারদের হাতে কাজের সুযোগ তুলে দিন। তিনি আরো বলেন মুসলমানরা যে ভাত রুটি খান, সেই একই ভাত রুটি হিন্দু ভাইরাও খান। কিন্তু এই নিয়ে সংকীর্ণ রাজনীতি দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। কামরুজ্জামান বলিষ্ঠ ভাবে বলেন সাধারণ মানুষকে ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রবিন দত্ত, সাগরদিঘী ব্লক ইমাম-মুয়াজ্জিন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, শাহীন আলম প্রমুখ।

