মহারষ্ট্রে কুকুরের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল
অয়ন বাংলা, ডেস্ক:- এ এক আজব ঘটনা ,শুভ বুদ্ধি সম্পন্ন লোকদের নিন্দা। নির্বাচন চলাকালীন একটি কুকুরের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ দায়ের হল। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের এলাকাতে।সেখানে চতুর্থ দফার নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রের ২০০মিটারের মধ্যে একটি কুকুরকে ঘোরাফেরা করতে দেখায়ায়,যার দেহটা মোড়া ছিল বিজেপি পতাকা যেহেতু নির্বাচনের নিদ্দিষ্ট সময়ের আগে নির্বাচনী প্রচার বন্ধ হয় যায়, সেই,নিয়মের অধীনে নির্বাচনের সময় এ হেন কুকুরের ঘোরাঘুরি নির্বাচন বিধি লঙ্ঘেরই সামিল,এছাড়া ঐ কুকুরের মালিক একনাথ মতিরাম চৌধূরীকে ঐ সময় কুকুরের কাছাকাছি থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
এইদেখে স্থানীয় বাসিন্দাদের কোন একজনের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ কুকুরের মালিকের নামে ১৭১ (এ) ধারা কেস দায়ের করে।স্থানীয় থানা এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে ঐ কুকুরটিকে বন্দী করতে। এই নিয়ে তোলপাড় রাজনীতির রঙ্গমঞ্চ।