যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা কি আবার তৃণমূলে
নিউজ ডেস্ক:- রাজ্য রাজনীতিতে জোর জল্পনা অনুপম হাজরা কি আবার তৃণমূলে যোগ দিচ্ছেন এই নিয়ে চলছে জোর জল্পনা। রাজ্য রাজনীতির পোড় খাওয়া নেতা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কাছে সটান হাজির অনুপম হাজরা।তারপর কাকার আর্শীবাদ নিয়ে অনুপম হাজরা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ভুরিভোজ করেন।কাকা অনুব্রত অনুপমকে দলে ফেরানোর কথাও বলেন ,এমন কি রাজ্য সভা থেকে সাংসদ করে দেওয়ার ও কথা বলেন।
এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা বিজেপির প্রার্থীর এ হেন আচরণের জন্য।
আবার বিজেপি নেতাদের মুখে এখন দুরকম সুর কেই বলছে ঠিক কেই বলছে অনুপম হাজরা কাজ টা ঠিক করে নাই। এক কথায় রাজ্য রাজনীতি এই নিয়ে জোর সরগরম।