নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-চৌকিদার কি ভয় পেয়ে গেলেন ,বারাণসী কেন্দ্রে মোদিজী কি হারের গন্ধ পেলেন,।এই কেন্দ্রের সপা প্রার্থী তেজবাহাদুরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। জওয়ানদের খাবারের মান নিয়ে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ করে শাস্তির মুখে পড়তে হয়েছিল এই তেজ বাহাদুরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ২০১৭-য় চাকরি যায় বিএসএফের এই ফৌজির।
নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তোপ দাগলেন বিএসএফের প্রাক্তন জওয়ান তেজ বাহাদুর যাদব। বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাঁকে প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।
জওয়ানদের খাবারের মান নিয়ে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ করে শাস্তির মুখে পড়তে হয়েছিল এই তেজ বাহাদুরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ২০১৭-য় চাকরি যায় বিএসএফের এই ফৌজির।
মঙ্গলবার নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়ে বিএসএফের কাছ থেকে এনওসি নিতে বলে। সেই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই ফুঁসছেন প্রাক্তন ফৌজি। বলেন, আসল চৌকিদারের কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী।
তাঁর বক্তব্য, সোমবার মনোনয়নপত্র দাখিলের সময় কোনও সমস্যা হয়নি। এখন এনওসি দিতে বলা হয়েছে। তাঁর মতে, ইসি’র এই নোটিশের পিছনে প্রবল রাজনৈতিক চাপ রয়েছে।এই বিষয় নিয়ে তেজ বাহাদুর সুপ্রিম কোর্ট যাচ্ছে।