তেজবাহাদূরের মনোনয়ন বাতিল ধর্নায় অবসরপ্রাপ্ত সেনারা

Spread the love

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:-মোদিজী কি হারের গন্ধ পাচ্ছেন বারাণসী কেন্দ্রে তেজবাহাদূরের মনোনয়ন বাতিল নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ! তেজবাহাদুর যাদবের মনোনয়ন পত্র বাতিল করার পর, ধর্নায় বসলেন অবসরপ্রাপ্ত সেনারা। নির্বাচন কমিশনের এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে দেশে সেনা বিক্ষোভ শুরু হলে – দায়টা কে নেবে ??

গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে বিজেপি। তেজ_বাহাদুরের_মনোনয়ন_বাতিল করলো নির্বাচন কমিশন। নিশ্চিত হারের ভয়ে বিজেপি চক্রান্ত করে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের নমিনেশন বাতিল করল। সপা’র সমর্থন তেজবাদুর পাওয়ার পর বারাণসীতে মোদীর বিপুল ব্যবধানে হার নিশ্চিত ছিল। তাই এই নোংরা খেলায় মাতল বিজেপি।
তেজ বাহাদুরকে বলা হয়েছে, বিএসএফ দপ্তর থেকে NOC সার্টিফিকেট সংগ্রহ করে জমা করতে।

নমিনেশন জমা দেওয়ার আজ শেষ দিন। তেজ বাহাদুরের পক্ষের আইনজীবীরা দীর্ঘ দেড় ঘন্টা ধরে নির্বাচন কমিশনের দিল্লি দপ্তরে অপেক্ষা করছেন। কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে জানানো হচ্ছে, আধিকারিকরা দপ্তরে আসেননি। এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে হাজার হাজার মানুষ আজ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। অনেকের মত পরিকল্পিতভাবে তেজবাহাদূরের মনোনয়ন বাতিল করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.