অয়ন বাংলা, ব্যারাকপুর:- নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত এই লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা পর থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকে সবার নজর ছিল। কতটা নির্বিঘ্নে ভোট হতে পারে, নাকি বিশৃঙ্খলাকে সঙ্গী করে সম্পন্ন হবে, তা নিয়ে সংশয় ছিল সবারই। সেই আশঙ্কাকে সত্যি করেই রাজ্যে পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠল।
ভোটপর্ব শুরু হতেই বিজেপি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুরের মোহনপুরে অর্জুন সিং গেলে ২৪১ নম্বর বুথে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁর মুখে আঘাত লাগে। ঠোঁট ফেটে যায়। টিটাগড়ের আইসির সামনেই মারধর করা হয় বলে খবর। ফোনে নির্বাচন কমিশনকে গোটা ঘটনা জানিয়েছেন অর্জুন সিং। মোহনপুরের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।
অন্যদিকে, মোহনপুরের একটি বুথে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, একজন প্রার্থীর ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে কোনও বাধানিষেধ নেই। কিন্তু তবু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।অভিযোগ করছে বিজেপি প্রার্থী অর্জুন সিং, যিনি বাধা দিয়েছেন, তিনি তৃণমূলের পোলিং এজেন্ট।