ইতিহাস তার গতিপথ নিজের পথেই পরিচালিত করে

Spread the love

ইতিহাস কাউকে ক্ষমা করবে না , সুদানের ইতিহাস থেকে শিক্ষা
——————————-
প্রতিবেদন,আন্তজার্তিক ডেস্ক:- আবদ ইবনে আউফ। চেনেন কেউ? নাম শুনেছেন কখনও? সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৫ সালে স্বৈরশাসক ওমর আল বাশির তাঁকে বন্দি করে জেলখানায় নিক্ষেপ করেন , জেলখানায় নিক্ষেপ থাকা কালীন ই এক মিথ্যা খবর ছড়ানো হয় বলা হয়, ২০০৮ সালে এক বিমানদুর্ঘটনায় তিনি নিহত হন বলে সরকারিভাবে প্রচার করা হয়।

সম্প্রতি পালাবদল হয় সরকারের ক্ষমতাচ্যুত হন স্বৈরাচারীশাসক ওমর আল বাসির ,এবং ক্ষমত্যামচুত করে ই ওমর আল বাসির কে কারাগারে নিক্ষেপ করা হয়।

এর পর এক মসজিদের ভূগর্ভস্থ কারাগার থেকে সুদানের সাবেক প্রভাবশালী মন্ত্রী আবদ ইবনে আইফ কে জীবিত তবে কঙ্কালসার অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সভ্যতার ইতিহাসে কত করুণ কাহিনী ছড়িয়ে আছে। এসবের কটার ই বা আমাদের জানা! তবে এটা নিশ্চিত যে ক্ষমতাবদলের ইতিহাস প্রণীত হয় ক্ষমতাধরদের কঙ্কাল দিয়ে। আবার কোনও না কোনও ক্ষমতাধরের কঙ্কালের সিঁড়ি বেয়েই অনেককে বসতে হয় মসনদে।
উল্লেখ্য, ওমর আল বাশিরও সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়ে সুদানের কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আবার শাসক ওমর আল বাসির আবার কারাগারে । দেশটির এমন ইতিহাস থেকে কি বিশ্ব ক্ষমতাবানদের শেখবার কিছু নেই?


দুটি ছবি
ওপরে আবদ ইবনে আউফের মন্ত্রী থাকাকালীন এবং নিচে গোপন জেলখানায় তাঁর কঙ্কালসার ছবি। কী মর্মান্তিক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.