নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:-স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ দাবী করে রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, জমিয়তে উলামা হিন্দ যদি ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে যেত, তাহলে এই দেশ আরো একশো বছর পর স্বাধীন হত।
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা শাখা জমিয়তে উলামা হিন্দ কর্তৃক আয়ােজিত শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এ দাবী করেন।
মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন জমিয়তকে শক্তিশালী করলে দেশের, মুসলমান সমাজের এবং জনগণের শক্তি বাড়বে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে জমিয়তে উলামা হিন্দ। আর এস এস বিজেপি দেয়নি। স্বাধীনতা আন্দোলনে টুপি দাড়িওয়ালাদের অবদান সবচেয়ে বেশী।
জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি বলেন, জমিয়তে উলামা হিন্দ দেশ ও জাতির স্বার্থে বহুমুখী কাজ কর্ম করে চলেছে। তিনি সকলকে সতর্ক করে বলেন, ইহুদীবাদী ইসরাইল (কাদিয়ানী ফিৎনা) নকল ইসলাম তৈরি করে মুর্শিদাবাদ প্রায় পনেরোটি অফিস তৈরি করেছে, এদের থেকে সকলকেই সাবধান থাকতে হবে।
রাজ্য সম্পাদক মুফতি রফিকুল ইসলাম সাহেব দেশ স্বাধীনে জমিয়তের অবদান ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব বলেন, জমিয়তে উলামা হিন্দ বুজুর্গদের সংগঠন, এখানে অহংকারীদের জায়গা নেই।
অনুষ্ঠানে মাওলানা আবুল কাশেম, রাজ্য কমিটির সদস্য মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা শামসুর রহমান, জেলা সম্পাদক মুফতি রাইহানুল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মুফতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।