অয়ন বাংলা,ডেস্ক :- পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আধিকারিক সূত্রে এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে যায় নীলাঞ্জন রায়ের। এ বিষয়ে ফলতা থানায় ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। এমনকি পকসো(প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনেও মামলা দায়ের হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এর পরেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি পুলিশের তরফে।এ বিষয়ে অভিযোগ জমা পড়ে শিশু সুরক্ষা অধিকার আয়োগে। নীলাঞ্জন এই ঘটনায় আদৌ অভিযুক্ত কিনা, খতিয়ে দেখে শিশু সুরক্ষা অধিকার আয়োগ। এই অভিযোগের সত্যতা রয়েছে বলে নিশ্চিত হওয়ার পর কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ফলতা থানাকে ২৪ ঘণ্টার মধ্যে নীলাঞ্জনকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে আয়োগের তরফে। এ বিষয়ে অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। গ্রেফতার নির্দেশ দিয়েছি থানাকে। এছাড়াও কমিশনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে রিপোর্টও চেয়েছি”।এ বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “ইচ্ছে করে বিজেপি প্রার্থীকে বিপাকে ফেলার চেষ্টা