অয়ন বাংলা নিউজ ,ডিজিট্যাল ডেস্ক:-এ যে প্রদীপের নিচেই অন্ধকার ,ছাপান্ন ইঞ্চির বুকের ছাতির বক্তব্যই সার ,বাস্তব যে অন্য কথা বলে। উরি হামলা হোক বা অস্ত্র কেনা— ভারতীয় সেনার শৌর্য-বীর্যের গাথা শোনাতে সর্বদাই তৎপর নরেন্দ্র মোদী ব্রিগেড। কিন্তু অন্ধকার? তার খবর কে রাখে? এবার তথ্য উঠে এল তাই নিয়েই। খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টেই রেকর্ড সেনার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শুধু ২০১৮ সালেই আত্মহত্যা করেছেন ৯৬ জন জওয়ান। এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, ২০১৬ সালে ৯০ জন, ২০১৭ সালে ১২১ জন ও ২০১৮ সালে ৯৬ জন সিএপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। বুধবারের রিপোর্টে পরিষ্কার, শুধু সিএপিএফ নয়, রেকর্ড আত্মহত্যার ঘটনা ঘটেছে স্থল সেনা, নৌ-সেনা, বায়ুসেনার অন্দরেও। ২০১৮ সালে ৮০ জন সেনা জওয়ান আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে সেই সংখ্যা ছিল ১০৪ জন ও ২০১৭ সালে তা ছিল ৭৫ জন। অন্য দিকে, ২০১৮ সালে নৌসেনার ৮ জন ও বায়ুসেনার ১৬ জন আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ৮৭ জন করে ভারতীয় সেনা জওয়ান মারা যাচ্ছেন। কিন্তু কেন এই আত্মহত্যার ঢল?
অতীতে তেজবাহাদুর যাদব নামে এক সেনা জওয়ান খারাপ খাবারের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। পরিবার থেকে দূরে থাকা, স্বাস্থ্যকর আলাপচারিতার অভাব, কঠোর অনুশাসন ও দৈহিক শ্রমই সেনাকর্মীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সত্যিই আজ দেশের সেনাবাহিণীর জওয়ান দের খেলা ও রাজনীতিতে ব্যাবহার অবিলম্বে বন্ধ হওয়া দরকার।