নিজস্ব প্রতিবেদক, অয়ন বাংলা, পশ্চিম মেদনীপুর ষষ্ঠ দফার ভোটে রক্তাক্ত হল কেশপুর। ভারতী ঘোষের দেহরক্ষী ছোঁড়া গুলিতে গুরুতর আহত হলেন এক ব্যাক্তি মুক্তার খান নামে এক ব্যাক্তি তৃনমূল কর্মী বলেই পরিচিত, ভারতী ঘোষের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ তুলছে তৃণমুল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের দোগাছিয়ায়।ওই এলাকায় বুথ পরিদর্শণে যান বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। অভিযোগ উঠছে প্রায় ১৫টি কনভয় নিয়ে সেখানে ঢোকেন ভারতী। বুথের ভেতর ঢুকে ভিডিওগ্রাফি করার অভিযোগ ওঠে ভারতী ঘোষের বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদ জানান অনেকেই। এরপরেই প্রতিরোধের মুখে পড়েন ভারতী। সেই প্রতিরোধের মধ্যে বেশীর ভাগই ছিলেন মহিলারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ভারতী তার দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ করা হচ্ছে তৃণমুলের পক্ষ থেকে। পাঁচ রাউন্ড গুলি চালানোও হয় বলে অভিযোগ। এদিকে ভারতীর দেহরক্ষীরা জানান যে তাঁরা শূণ্যে গুলি চালিয়েছেন। কিন্তু তাদের ছোঁড়া গুলিতে জখম হন তৃনমূল কর্মী মুক্তার খান বলে দাবি জখম ব্যাক্তির পরিবারের। তাঁকে কেশপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।