নরেন্দ্র মোদী বললেন ১৯৮৮ সালে আমি ডিজিট্যাল ক্যামেরা- ই মেল ব্যবহার করতাম
অয়ন বাংলা, নিউজ ডেস্ক:- আবার ট্রোলড হসসির খোরাক হলেন নমোজী। ১৯৮৮ সালে আমি ডিজিটাল ক্যামেরা-ইমেল ব্যবহার করতাম বললেন মোদি, মন্তব্যের পরে বেশ অস্বস্তিকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার অন্য এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু বললেন যেটা ক্ষণিকের মধ্যেই ভাইরাল হয়ে পড়ল সকল সোশ্যাল মিডিয়ায়। সাক্ষাৎকারে তাঁর কিছু মন্তব্যের জন্য চারিদিকে হাসির বন্যা বয়ে যাচ্ছে।
তিনি এমন কিছু বললেন যেটার সঙ্গে ইতিহাস ও বাস্তবের কোনো মিল পাওয়া যায় না। তিনি বলেছেন ১৯৮৮ সালে তিনি ডিজিট্যাল ক্যামেরা ও ই মেল ব্যবহার করতেন। এই সব মন্তব্য করে তিনি সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে গেলেন। একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালাকোটের ব্যাপারে বলেছেন ”আবহাওয়া খারাপ, তাই পাকিস্তানের রেডার মেঘের আড়ালে ভারতীয় বায়ুসেনার ফাইটার প্লেনকে ধরতে পারবে না।” এই সব মন্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হয়েছেন। সত্যিই এই ভাবেই তিনি আচ্ছে দিন নয়া ভারত গড়ে তুলবেন।