অয়ন বাংলা,ওয়েব ডেস্ক :- বিদ্যাসাগর কলেজে ভাঙচুর এখন রাজনীতির রঙ নিয়ে ব্যাস্ত সব দলের নেতারাই । একেই তো ভুল করেছেন , কোথায় ভুলটা স্বীকার করবেন তা নয় উল্টে দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন ।এই কাজটাই আজ সকাল থেকে করে যাচ্ছেন অমিত শাহ ।তার পরোক্ষ প্ররোচনায় আজ বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বলেই মনে করেন বাংলার মানুষ আর তিনি কিনা রাকও সরকারের ওপর সব দায় চাপাচ্ছেন ।প্রসঙ্গত মঙ্গলবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে রোড শো করেন অমিত।
সেই রোড শো থেকেই উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে। বিদ্যাসাগর কলেজে ভাঙা পড়ে বিদ্যাসাগরের মূর্তি। যা নিয়ে চলছে চরম চাপান-উতোর। এরই মাঝে বুধবার সাংবাদিক বৈঠক করে অমিত ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করেন, ওই মূর্তি ভেঙেছে তৃণমূল। কারণ, গেট বন্ধ ছিল। ভিতরে ছিলেন তৃণমূলকর্মীরা। তবে বিজেপি সভাপতির দাবিকে মিথ্যা প্রমাণ করতে পার্থবাবুও একটি ভিডিও দেখান সাংবাদিকদের সামনে। তিনি বলেন, “বিজেপির ছেলেরা গেট টপকে কলেজের ভিতর ঢোকে। তাণ্ডব চালায় কলেজে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে”।আর এই ভিডিওতেই বিজেপি কার্যত ব্যাক ফুটে চলে গেছে ।এই ভিডিওটি প্রমান করে দিচ্ছে কি ভাবে রাজ্যের বাইরের লোকেরা গেট টপকে অশান্তির সৃষ্টি করেছে ,তাদের প্রত্যেকের গলায় বিজেপির উত্তরীয় ছিল। এই নিয়ে বাংলার ভাবাবেগে চরম আঘাত বলে মনে করছে বুদ্ধিজীবি মহল।