ওয়েব ডেস্ক ,অয়ন বাংলা, আইজল:- বির্তক ক্রমাগত বেড়েই চলেছে মোদিজীকে নিয়ে । পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতিকরণ চলছেই৷ এবার সেই ভয়াবহ হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মিজোরামের প্রাক্তন রাজ্যপাল আজিজ খুরেশি৷ তাঁর অভিযোগ, মোদীই জওয়ানদের খুন করিয়েছেন৷ আর ভোটের দিকে তাকিয়ে এই হামলা করানো হয়েছে৷ আজিজ খুরেশির মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে৷মিজোরামের প্রাক্তন রাজ্যপাল বলেন, ‘‘মোদীই হামলার ছক করেন৷ যাতে তিনি জাতীয়তাবাদের আবেগে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসতে পারেন৷ কিন্তু মানুষ অত বোকা নয়৷ তারা সব ধরে ফেলেছে৷ ৪২ জন জওয়ানকে হত্যা করে তাদের রক্ত দিয়ে মোদী মাথায় তিলক পড়তে চাইলেও দেশের মানুষ তা হতে দেবে না৷’’মধ্যপ্রদেশ ও মিজোরামের প্রাক্তন রাজ্যপালের দাবি, কংগ্রেসের ফল এবার ভালো হবে৷ জানান, মধ্যপ্রদেশের ২৭টি আসনের মধ্যে কংগ্রেস পাবে ২০টি আসন৷এর আগে কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদের মুখেও একই কথা শোনা যায়৷ পুলওয়ামা হামলার জন্য মোদীকেই দায়ী করেন তিনি৷ জানান, পাকিস্তানের সঙ্গে মোদী ম্যাচ ফিক্সিং করে পুলওয়ামাতে হামলা করা হয়েছে৷আরও অনেকেই পুলওয়ামা হামলার পিছনে বিজেপির ষড়যন্ত্রের হাত খুঁজে পান৷ যেমন কয়েকদিন আগে সমাজবাদী দলের নেতা রাম গোপাল যাদব অভিযোগ করে বলেছিলেন, ভোটের জন্য ৪০ জন জওয়ানের বলি দেওয়া হয়েছে৷ পুলওয়ামার জঙ্গি হামলা ষড়যন্ত্র করেই করা হয়েছে৷ ভোট রাজনীতি যে বড় বালাই।