নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের সাইনুল হক,মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম হয়ে জেলার মুখ ঊজ্জ্বল করল। বাবা দিন মজুর পাটের গোডাইনে কাজ করে সংসার চালান , বাড়ি নওদার ত্রিমোহনী এলাকায়। ত্রিমোহিনী হাই মাদ্রাসা থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭৭১ নং পেয়ে সবার নজর কেড়েছে সে। এই প্রথম মাদ্রাসা থেকে রাজ্যে প্রথম স্থান অধিকার করায় খুশির জোয়ার বইছে ত্রিমহিনী মাদ্রাসায়। খুশি সাইনুলের গ্রাম ত্রিমোহনীতেও। ছেলের রেজাল্টে খুশি সাইনুলের বাবা মা।জানা গেছে, ত্রিমোহনী গ্রামের পেশায় দিনমজুর মন্তাজ শেখ। স্ত্রী মিনুয়ারা বিবি গৃহবধূ। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয় সাইনুল। মেধাবী সন্তান হলেও দারিদ্রতার কারনে ঠিকমতো কোচিং দিয়ে পড়াশুনা করাতে পারতেন না সাইনুলের বাবা। নিজের জেদে পড়াশুনা চালিয়েই কার্যত রাজ্যে প্রথম স্থান অধিকার করলো সে। সাইনুল বাংলায় ৯০, ইংরেজিতে ৯০, অঙ্কে ৯৯, ভৌত বিজ্ঞানে ১০০,জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৮ এবং ইসলাম পরিচয়ে ৯৬ নম্বর পেয়েছে। তার মোট প্রাপ্ত নম্বর ৭৭১। শতাংশের হিসাবে ৯৬.৩৮।ছেলের রেজাল্ট শুনে গর্বিত অন্যদিকে মা মিনুযারা বিবি বলেন, আমার ছেলে যে ফলাফল করেছে তাতে আমরা অত্যন্ত খুশি । বাবা মন্তাজ সেখ বললেন আমাদের মত দিনমজুরের পরিবারে সাইনুল যে এত ভাল রেজাল্ট সাইনুলের রেজাল্ট করবে আমার ভাবতেই অবাক লাগছে। শুনে এই খবর শুনে আনন্দিত ত্রিমোহনী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক রাজিউদ্দিন সেখ জানান, সাইনুল অত্যন্ত মেধাবী ছেলে। সাইনুলের জন্য আমরা সকল শিক্ষক গর্বিত। এই খবর শুনে এলাকার আনন্দের বন্যা বইছে।