অয়ন বাংলা ,নিউজ ডেস্ক;- গরমে হাঁস ফাঁস নাজেহাল অবস্থা ।তার উপর চলছে রমজান মাসের রোজা পালন ।কিন্তু আজও নেই স্বস্তির আশ্বাস।দগ্ধ দিনের বৃষ্টির আশ্বাস নেই,বরং আট জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি আব হাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর,কলকাতা,হাওড়া হুগলি উত্তর ও দক্ষিন ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় অস্বস্তিকর গরম চলবে।তাপমাত্রা স্বাভাবিকের থেকে খুব বেশি নয়।কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
অপরদিকে পুরুলিয়া,বাঁকুড়া,বীরভূম, পশ্চিম মেদিনীপুর,পূর্ব ও পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে বা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকলে তাপ প্রবাহ ঘোষণা করা হয়। তাপ মাত্রার পারদ ক্রমাগত বেড়েই চলেছে ,এর মধ্যে শুরু হল শেষ দফার ভোট।