নিউজ ডেস্ক,অয়ন বাংলা: এর আগেও প্রতিটি দফায় বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার।
আবার হাড়োয়া বিধানসভার পাগধা (বুথ নং ১৮৯)প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনী ৷ এরপর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটাররা শেষ দফার ভোট৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা, হিংসা এড়াতে যতটা সম্ভব কড়া হয়েছে কমিশন৷ প্রতি বুথে মোতায়ন করা হয়েছে কেন্দ্র বাহিনী ৷ মোট ৭০ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, সিসিটিভি নজরদারি, ওয়েবকাস্টিং। ৯ কেন্দ্রে মোট বুথ ১৭ হাজার ৫৮। সব বুথ মিলিয়ে মোট ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।