অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:-গোটা রাজ্যে গেরুয়া ঝড়ের দাপট।এরই মধ্যে সাংগাঠনিক রদ বদল করল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যার্নাজী ।সারা রাজ্যে পদ্মের দাপট।মুর্শিদাবাদে অটুট অধীরগড় বহরমপুর।ধাক্কা দিলেও অধীর উচ্ছেদে এবারও ব্যর্থ রাজ্যের শাসক দল। তাই পরির্বতন হল মুর্শিদাবাদ জেলা সভাপতি।সূব্রত সাহার পরির্বতে জেলা সভাপতি হলেন সদ্য নির্বাচিত সাংসাদ আবু তাহের খান।
মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা আসনের মধ্যে ২০১৪ সালের নির্বাচনে দুটি ছিল কংগ্রেসের দখলে।অপর আসনটি ছিল বামফ্রন্টের দখলে।সদ্য সমাপ্ত নির্বাচনে দুটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয় তৃণমূল কিন্তু অধীর গড় বহরমপুরে ফের পঞ্চমবারের জন্য নির্বাচিত হন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাজ্য জুড়েই তৃণমূলের ভরাডুবির মূল্যায়ন করতে আজ কালিঘাটে সভার আহ্বান করেন তৃণমূল সুপ্রিমো সেখানেই অনান্য জেলার সাথে মুর্শিদাবাদেও সাংগঠনিক স্তরে রদবদল করেন।
পূর্বতন জেলা সভাপতি সুব্রত সাহার পরিবর্তে জেলা সভাপতির দায়িত্ব দেন সদ্য নির্বাচিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানকে।অপরদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্ব দেওয়া হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের লড়াই করা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে।