অয়ন বাংলা,নিউজ
ডেস্ক: – টেরিজা মে এর পদত্যাগের পর কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ? এখন এটাই লাখ টাকার প্রশ্ন ।এই প্রশ্নের উত্তরে যার নাম সর্বাধিক আলোড়িত হচ্ছে তিনি অন্য কেউ নয় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। প্রথম ব্রিটিশ মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সাজিদের।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে-র পদত্যাগের পর সাজিদ জাভিদের নাম আলোচনায় উঠে এসেছে। তিনি যদি সেদেশের প্রধানমন্ত্রী হন তাহলে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসাবে নজির স্থাপন করবেন।
ব্রিটেনের প্রথম সারির গণমাধ্যম গার্ডিয়ান ও ফরাসী বার্তা সংস্থায় সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে সাজিদকে দেখানো হচ্ছে। যদিও প্রধানমন্ত্রীত্বের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বীতায় রয়েছে বরিস জনসন, জেরেমি হান্ট, ডোমেনিকান রব, মাইকেল গভ ও আন্দ্রে লিডসাম। এখন এই নিয়ে চলছে জোর আলোচনা ।এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হয় সেটাই দেখার।