বীরভূম জেলার লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে
অয়ন বাংলা, ডিজিটাল ডেস্ক: বীরভূম জেলার লাভপুরের তূণমূল বিধায়ক মনিরুল ইসলাম।সঙ্গেই এদিন বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা বীরভূমে যুব তৃণমূলের সভাপতি গদাধর হাজরা, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আসিফ ইকবাল এবং তৃণমূল নেতা নিমাই দাস। মনিরুলকে বিজেপির দলীয় উত্তরীয় পরিয়ে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, খাদি গ্রামদ্যোগ ভবনের ভাইস প্রেসিডেন্ট তথা পাথরপ্রতিমা ব্লকের চেয়ারম্যান মনিরুল ইসলাম।বিজেপিতে যোগ দিলেন। তিনি একসময় বিরোধী দলের কর্মীদের পায়ের তলায় পিষে মারতে চেয়েছিলেন। দোর্দণ্ডপ্রতাপ হিসেবেই পরিচিত ছিলেন মনিরুল। এ হেন তিনি বিজেপির জয়ের তোড়ে ভেসে গিয়ে বিজেপিতে যোগ দিলেন বলে জানিয়েছেন মুকুল রায়।