পিতাহীন নূরজামাল সংসার চালিও ৮২% স্বপ্ন শিক্ষকতা
জৈদুল সেখ, অয়ন বাংলা, কান্দী ; মুর্শিদাবাদের কান্দীর উদয়চাঁদপুর হাইস্কুলের ছাত্র নূরজামাল সেখ, প্রতিদিন দারিদ্রতার সঙ্গে লড়াই করেও ৪১৪ (৮৩%) নম্বর পেয়ে ২৪৫ শিক্ষার্থীদের মধ্যে এই স্কুলের প্রথম হয়েছে।জীবন্তি গ্রামের বাসিন্দা মহম্মদ আলী অসুস্থ জনিত কারণে আট মাস আগেই মারা গেছে। জমি সম্পত্তি বলতে কেবল দু কাটা বসতভিটা আর সংসার রয়ে যায় তিন ছেলেসহ স্ত্রী।বড়ো ছেলে নূরজামাল সেখ সংসার চালাতে পরের জমি কিংবা বাড়িতে দিনে খাঁটে এবং রাত্রে পড়াশোনা করে।
দুই ভাই এক ঘরে মা থাকে আরেকটি ঘরে আর নূরজামাল কে দুয়ারে কিংবা আঙিনায় রাত কাটাতে হয়।
এতো দারিদ্র্যতা এতো অভাব কে জয় করেও ৮৩ % নম্বর পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে।
অর্থের অভাবে টিউশন বলতে জীবন্তি #চেতনা শিক্ষা নিকেতনের শিক্ষকরা ফ্রীতে সহযোগিতা করতেন বা পড়াতেন।
এই খুশির খবর পেয়ে চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন চেতনা বসু, রাহিবুল সেখ, হাইদার সেখ, আনেশ সেখ, দেবব্রত মন্ডল তোকাজুম্মান।
চেতনার প্রধান শিক্ষক চেতনা বসু বলেন যে ” নূরজামালের পিতা নেই কিন্তু আমরা সকলেই তার পিতার মতো সহযোগিতা করব যতটা পারব সহযোগিতা করে নূরজামের শিক্ষক হওয়ার স্বপ্ন পূর্নতা দেব।
উদয়চাঁপুর হাইস্কুলের প্রধানশিক্ষক মাননীয় ড. কুনাল সরকার মহাশয় আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।