মানুষ সম্পর্কে জানতে চাওয়ায় গেইকলেকে ইবনে আরাবী যে উত্তর দিলেন :—
গেইকলে-মানুষ সম্পর্কে জানতে চাই?
ইবনে আরেবী-পৃথিবীতে মানুষ হল সৃষ্টিকর্তার মোহর।
বৃক্ষ, পাখি, পাহাড়, মহা সমুদ্র, নদী এগুলো কেন?
সূর্য কেন পৃথিবীকে আলো দেয়?
চাঁদ কেন রাতকে মহিমান্বিত করে?
সমুদ্রের উত্তাল স্রোত কেন খেলা করে?
কেন নদী বয়ে চলে?
সূর্যোদয় কেন হয়?
কেনইবা সূর্যাস্ত হয়?
সবই মানুষের জন্য।
পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং যত চমক সব কিছুর ব্যবস্থা শুধু মাত্র মানুষের জন্য।
মানুষের বেঁচে থাকার জন্য।
মানুষের সুখ এবং শান্তির জন্য।
মানুষের শুকরিয়া আদায়ের জন্য।
কিন্তু মানুষ অকৃতজ্ঞ।
আল্লাহ আমাদের পালনকর্তা ।
তিনি দেখেন কিন্তু দেখা দেননা।
ফু, এই নিশ্বাস যদি না নেয়া যেত মানুষ এখানে থাকত না।
কিন্তু আমরা সত্য দেখতে পাইনা।
আল্লাহকে স্মরণ করিনা।
ভাবি আমরাই ক্ষমতার অধিকারী।
আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হবার তাওফিক দান করুন।
গেইকলে-আমীন