জলঙ্গি নদী থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ানো
নিজস্ব প্রতিনিধি, অয়ন বাংলা, নদীয়া;জলঙ্গি নদী থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। নদীয়া চাপড়া থানার বড় আন্দুলিয়াতে মৃতের নাম মনিরুল ফকির বয়স (৩০)।বাড়ি চাপড়া থানার অন্তর্গত শিবের পাড়ায়। চাপড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবার সূত্রে অভিযোগ তাকে খুন করা হয়েছে। মৃতদেহ গলায় গামছা দিয়ে ফাশ দিয়া আছে পুলিশের প্রাথমিক অনুমান তাকে গলায় ফাঁস দিয়ে জল নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।