অয়ন বাংলা ,নিউজ ডেস্ক :- আসামে এন আর সি নিয়ে এক নোংরা খেলা শুরু হয়েছে ,এই এন আর সি জন্য মোট চুয়াল্লিশ জনের মৃত্য ঘটেছে তার মধ্যে উনচল্লিশ জনই হিন্দু বাঙালী এই রকম তথ্য উঠে আসছে। মোট অসমে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি উন্নীতকরণ প্রক্রিয়া চলছে। এনআরসি প্রক্রিয়ায় প্রকৃত ভারতীয় নাগরিকরা হেনস্তার শিকার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সরকার উট পাখির মতো বালুতে মুখ গুঁজে আছে বলে মন্তব্য করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য।
গুয়াহাটির রাজীব ভবনে বুধবার এক সাংবাদিক সম্মেলনে একের পর এক বিজেপি সরকারের সমালোচনায় মুখর হন অপূর্ব বাবু। এনআরসিতে হয়রানি, ডিটেনশন ক্যাম্প তথা বিদেশি ঘোষণার আতঙ্ক সৃষ্টি হওয়ার ফলে এখন পর্যন্ত রাজ্যে ৪৪ জন লোকের আত্মহত্যার ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিহতদের মধ্যে ৩৯ জনই হিন্দু বাঙালি বলে দাবি করেন অর্পূব।
তিনি আরও বলেন, হিন্দু বাঙালির প্রতি মেকি দরদ দেখানো বিজেপির শাসনকালে এভাবে হিন্দু বাঙালিই নির্যাতিত হচ্ছে। এনআরসির দাবি-আপত্তির শুনানি গ্রহণের সময় উত্থাপিত হওয়া ভুয়ো আপত্তির বিষয় নিয়েও সরব হন অপূর্ব।
তিনি, অসম সরকার, ভারত সরকার, দেশের মহা-পঞ্জীয়ক এবং এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলাকে এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। বাস্তবেও তাই এন আর সি নিয়ে শুধু রাজনীতির রঙ আর নোংরা খেলা খেলছে এই সরকার।